গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিন মাসব্যাপী সিড টেকনোলজির উপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) পার্টনার প্রকল্পের যৌথ সহযোগিতায় কোর্সটি পরিচালিত হয়েছে।
এ কোর্সের সাথে সম্পর্কিত নতুন গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়ে পেশাগত দক্ষতা আনয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কোর্স কো-অর্ডিনেটর পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং বিএডিসি’র রিসার্চ সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মোঃ নাজমুল ইসলাম।
কোর্সের প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটসহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), সীড সার্টিফিকেশন এজেন্সি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং এসিআই থেকে আগত বৈজ্ঞানিক কর্মকর্তাসহ মোট ২০ জন প্রশিক্ষণার্থী।
বিডি প্রতিদিন/নাজমুল