এবারের অমর একুশে বইমেলায় এসেছে কমলেশ রায়ের গল্পের বই ‘শাপে বর’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।
বইমেলায় পাওয়া যাচ্ছে ২৯ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন মানব। অলংকরণ তাপস সরকার। এই বইয়ে রয়েছে পাঁচটি রম্যগল্প। টি-শার্ট, চায়ের কাপ, সেই রাতে, মেঘরাত্রির আলাপন ও শরতের একদিন। এক মলাটে সরস গল্পের অনবদ্য এক ভাণ্ডার।
রকমারি ও পাঞ্জেরী পাবলিকেশন্সসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে ‘শাপে বর’ বইটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ