অমর একুশে বইমেলায় জমে উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইসিএস পাবলিকেশন। শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসছেন শিবিরের স্টলে। ৭৮৪ থেকে ৭৮৭ এই চারটি স্টলে এবার ইসলামী ছাত্রশিবির তাদের সকল প্রকাশনা নিয়ে হাজির হয়েছে। ইসলামী বিভিন্ন বই, কুরআন-হাদিস সংকলন, কিশোর কণ্ঠ ছাত্র সংবাদ, শহীদ স্মরণিকা, শিবিরের গৌরব বিভিন্ন গাথা শোভা পাচ্ছে এসব স্টলে। অন্যান্য স্টলের তুলনায় ক্রেতাসমাগমও বেশি এখানে।
আইসিএস পাবলিকেশন এর স্টলে গিয়ে দেখা যায়, শিবিরের মাসিক প্রকাশনা কিশোর কণ্ঠের এবারের প্রচ্ছদ করা হয়েছে লাল চব্বিশের এর শহীদ আবু সাঈদকে নিয়ে।
সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ইরতিফা ইয়াসমিন বলেন, অনেক আগে কিশোর কণ্ঠ পড়েছিলাম। দীর্ঘ সময় পর বইমেলায় কিশোর কণ্ঠ দেখে ছোট ভাইয়ের জন্য কিনে ফেললাম।
আইসিএস পাবলিকেশনের স্টলের বিক্রয় প্রতিনিধির দায়িত্বে থাকা ওয়াহিদুজ্জামান আহমেদ বলেন, দীর্ঘ সময় জালিম আওয়ামী সরকার শিবিরকে বইমেলায় স্টল থেকে বঞ্চিত রেখেছিল। তবে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে তখনও তরুণ-তরুণীরা আমাদের বই সংগ্রহ করেছে। এবার আমরা চারটি স্টল দিয়েছি। আগ্রহীরা বইমেলায় এসে আমাদের স্টল খুঁজে বের করছেন। যে তারা স্বাচ্ছন্দ্যে বই কিনছেন, ক্রেতাদের সাড়াও ভালো পাচ্ছি।
বিডি প্রতিদিন/আরাফাত