বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে তছিরুন্নেসা হামিউস সুন্নাহ নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিষয় ছিল— শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত, দৌড়, মাটির হাঁড়ি ভাঙা, সুন্দর হাতের লেখা এবং গ্রুপভিত্তিক গজল প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মাঝে এ সময় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ আয়োজনে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শুধু বিজয়ীরাই নয়, অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার, যা ভবিষ্যতে তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো. তুরাগ খান। সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাওছার হাবীব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা ইমরান হোসেন। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ আমাদের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য যে চমৎকার উদ্যোগ নিয়েছে, তা সত্যিই অনুকরণীয়। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে এবং আত্মবিশ্বাস বাড়ায়।
উপজেলা শাখার সভাপতি তুরাগ খান বলেন, আমাদের মূল লক্ষ্য হলো— সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষামূলক ও মননশীল আয়োজনের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনা। আমরা আগামীতেও এমন মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখব।
আজকের আয়োজনে আরও উপস্থিত ছিলেন শুভসংঘ উপজেলার শাখার সহ-সভাপতি সোহাগ আক্তার, নারী বিষয়ক সম্পাদক স্ট্রেলা হাজদা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শোয়েব খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরেন এবং মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ শাহাদাত হোসেন, ওয়েসকুরুনী সরকার তিতুমির ও মাসুদ রানা রুমন।
বিডি প্রতিদিন