বিচারব্যবস্থার সব স্তরে আলাদাভাবে শরিয়া আদালত চালুর প্রস্তাব করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যদিকে মত পাল্টে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চেয়েছে নাগরিক ঐক্য।
গতকাল সংসদ সচিবালয়ের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দল দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান। সংলাপে ইসলামী আন্দোলনের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা হাসিবুর রহমান এবং দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
সব স্তরে আলাদাভাবে শরিয়া আদালত চালুর প্রস্তাবের স্বপক্ষে যুক্তি তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, শরিয়া আইনে দ্রুত বিচার কার্য সম্পন্ন করা সম্ভব হয়। পাশাপাশি রাষ্ট্রপতির দণ্ড মওকুফ করার ক্ষমতা বাতিল চায় দলটি। ভিকটিমের অনুমোদন ছাড়া এ ধরনের দ মওকুফ করা যাবে না বলে যুক্তি দেখায় তারা। কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, কমিশনে দেওয়া প্রস্তাবের সঙ্গে আমাদের অধিকাংশই একমত রয়েছে। আবার কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। পাশাপাশি নতুন কিছু প্রস্তাবও তুলে ধরেছি। এসব প্রসঙ্গে তিনি জানান, কমিশন অন্তর্বর্তী সরকারের কথা বলেছে। আমরা এটার নাম পরিবর্তন করে নির্বাচনকালীন সরকারের কথা বলেছি। এ ছাড়া নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় তাহলে তাদের জবাবদিহির মধ্যে আনার দাবি তুলেছি। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় স্থাপনের কথা বলেছি। এ ছাড়া কটূক্তি বা অবমাননা রোধে সুনির্দিষ্ট আইন ও তা প্রয়োগের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনকে আরও জানিয়েছি, প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষ না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন করা যাবে না। এ ছাড়া সব সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা বলেছি। সংবিধান সংস্কারে মূলনীতিতে কমিশন ‘বহুত্ববাদ’ শব্দটি ব্যবহার করেছে। আমরা এর বিপক্ষে। আমরা বলেছি, যেটা ছিল ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা-বিশ্বাস’, সেটাই স্থাপন করতে।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে মতের পরিবর্তন নাগরিক ঐক্যের
এদিকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে মতের পরিবর্তন করেছে নাগরিক ঐক্য। আগে এর বিরোধিতা করেছিল তারা। দলটি জানিয়েছে, রাষ্ট্র বিনির্মাণে কাঠামোগত সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে কয়েকটায় দ্বিমত থাকলেও দ্বিতীয় দফা বৈঠকে সেগুলোয় একমত হয়েছে নাগরিক ঐক্য। দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলে মোফাখ্খারুল ইসলাম নবাব, মঞ্জুর কাদির, শাহনাজ রানু, ফেরদৌসী আক্তার সুমি, সাকিব আনোয়ার উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্র সংস্কারে সমঝোতায় পৌঁছানোর সংলাপে সংবিধান সংস্কার কমিশনের দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বা আইনসভা গঠনের প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছিল দলটি। এ ছাড়া সংসদে অর্থবিল ছাড়া সব ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুপারিশের সঙ্গেও পুরোপুরি এক মত ছিল না নাগরিক ঐক্য। সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, বেশির ভাগ জায়গায় আমাদের অবস্থান পরিবর্তন হয়েছে। এখন আমরা আস্থা ভোট এবং অর্থবিল অর্থাৎ ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিপক্ষে নই। সব বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হলেও সংখ্যানুপাতিক হারে নিম্নকক্ষ অর্থাৎ সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়ায় সংখ্যানুপাতিক হারের বিষয়ের বিরোধিতা করেছে নাগরিক ঐক্য। সাকিব আনোয়ার বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মতামত ছিল উচ্চকক্ষে ৫০ শতাংশ সিভিল সোসাইটি থেকে আর ৫০ শতাংশ রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে। আমরা বলেছি, আলাদা করে সিভিল সোসাইটি থেকে ৫০ শতাংশ দিলে বাংলাদেশ একটি শক্তিশালী সিভিল সোসাইটি হারাবে। সিভিল সোসাইটির মনোনয়ন রাজনৈতিক দল দেবে, এ জায়গায় আমরা একমত হতে পারিনি। উচ্চকক্ষে ১০৫ জন থাকবে, যেখানে ১০০ জনের পরে পাঁচজন দেবে রাষ্ট্রপতি, এ সুযোগটা রাখার পক্ষে আমরা নই
কিছু মৌলিক জায়গায় আমাদের ঐকমত্যে আসতে হবে : আলী রীয়াজ
এদিকে আলোচনার সূচনায় প্রফেসর আলী রীয়াজ বলেন, ‘প্রতিটা রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে। কিন্তু কিছু মৌলিক জায়গায় আমাদের ঐকমত্যে আসতে হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দেবে। তাদের কাছ থেকে কমিশন এটাই প্রত্যাশা করে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। শুধু কমিশনের আলোচনায় যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোরও তাদের সহযোগী এবং প্রতিপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একমত হয়ে জাতীয় সনদ তৈরির লক্ষ্যকে এগিয়ে নিতে হবে।