প্রিয়া খাতুন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় সাইক্লিংয়ে দেশ সেরা হবার গৌরব অর্জন করেন তিনি। প্রিয়া খাতুনের পাশাপাশি একই বিদ্যালয়ের ছাত্রীরা ওই আসরে হকিতেও চ্যাম্পিয়ন হয়। কৃতি খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার বন্ধুরা তাদের পাশে এগিয়ে আসেন।
প্রিয়াসহ হকি টিমের ১৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অজপাড়া গাঁয়ের স্কুলটির নাম গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যশোর জেলার কেশবপুর উপজেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে গড়ভাংগা গ্রামে বিদ্যালয়টির অবস্থান। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়ে এসেছে মেয়ে হকিতে দেশ সেরার অর্জন। বিদ্যালয়টির হকি টিমের খেলোয়াড়রা সবাই গ্রামের কৃষক পরিবারের সন্তান। তাদের মনোবল ও ইচ্ছা শক্তি এনে দিয়েছে ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় হকিতে চ্যাম্পিয়ন হবার গৌরব।
শনিবার (৩ মে) সকালে বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার পক্ষ থেকে প্রিয়া খাতুনসহ ১৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানের জন্য গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই সাইক্লিংয়ে দেশ সেরা প্রিয়া খাতুন ও হকিতে চ্যাম্পিয়ন হওয়া সুমি খাতুন, আঁখি সুলতানা সাথী বর্ষা রায়, জান্নাতুল লিজা, সাকিরা খাতুন, নাজমুন নাহার, কৃষ্ণা বিশ্বাস, মেহেক সুলতানা, সানজিদা ইয়াসমিন, জবা মন্ডল, তাসমিন সুলতানা, মারিয়া আক্তার, তাছমিম নাহার, সারমিন সুলতানা ও জয়া মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন শুভসংঘের বন্ধুরা।
গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাস্টার হায়দার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার উপদেষ্টা বজলুর রহমান খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সভাপতি এ এফ এম শফি, বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বাংলাদেশ হকি ফেডারেশনের হকি প্রশিক্ষক মো. হাসান রনি, যশোর সদরের জোলা আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসরিন আফরোজ, প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, প্রবীর কুমার সরকার, সাধারণ সম্পাদক অসীম কুমার ঘোষ, প্রবীর কুমার সরকার, ক্রীড়া শিক্ষক শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তাইফুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত মুখার্জী, আঁখি সুলতানা সাথী ও কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস।
সংবর্ধনা পেয়ে প্রিয়া খাতুন বলেন, বসুন্ধরা শুভসংঘ তাকেসহ বিদ্যালয়ের ১৬ জন কৃতি খেলোয়াড়কে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিলেন তা তাদের দীর্ঘদিন মনে থাকবে। আজকের এ সংবর্ধনা আগামী দিনে পথ চলার সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। বিদ্যালয়ের অপর খেলোয়াড় আঁখি সুলতানা সাথী বলেন, ক্রীড়া শিক্ষক শহীদুল ইসলাম স্যারের চেষ্টায় তারা আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছে।
ক্রীড়া শিক্ষক শহীদুল ইসলাম বলেন, শীত-গ্রীষ্ম কোন কিছুতেই মাঠে নামতে বাধা হয়নি খেলোয়াড়দের। মূলত তার বিদ্যালয়ের এ সমস্ত খেলোয়াড়দের মনোবল ও ইচ্ছা শক্তিই তাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তারা নিয়মিত অনুশীলন পেলে আগামীতেও ভালো করবে বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, তার বিদ্যালয়ের মেয়েরা হকিতে চ্যাম্পিয়ন ও বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন সাইক্লিংয়ে দ্বিতীয়বারের মতো দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। শিক্ষার্থীদের এ সাফল্যে এলাকার সর্বস্তরের মানুষ খুশি প্রকাশ করেছেন।
বক্তৃতা শেষে প্রিয়া খাতুনসহ ১৬ জন কৃতি খেলোয়াড়ের হাতে সম্মননা স্মারক তুলে দেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পূজা দেবনাথ।
বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সভাপতি এ এফ এম শফি বলেন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি টিমকে আরও ভালো করার জন্য শুভসংঘ কেশবপুর শাখার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।