পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। ভারতের হামলার জবাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা আর্টিলারি ছুঁড়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানি বাহিনীর হামলায় তিনজন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে পাকিস্তানের ৯টি জায়গায় ‘অপারেশন সিন্দুর’ অভিযান নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। ভারতের হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেছেন তিনি।
সূত্র : বিবিসি ও আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত