এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরপত্র বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে রাতে মামলা করেছেন।
গ্রেফতারকৃত শিক্ষকরা হলেন, আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো: আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে পেরে ইউএনও মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দাযিত্বে থাকা ১০ ক্ষিককে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়েছে রাতে মামলা দায়ের করেছেন। পরে তাদেরকে মামলায় গ্রেফতার দেখানো হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/নাজিম