বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বলেছে, ভারত যুদ্ধের এক ভয়ংকর খেলা শুরু করেছে। যার পরিণতি শুভ হতে পারে না। তাই বিশ্ব বিবেক, মানবাধিকার সংগঠন, ওআইসি ও জাতিসংঘ এখনই ভারতের এই ধ্বংসাত্মক তৎপরতার বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে হবে। গতকাল পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক এক বিবৃতিতে এ কথা বলেন। এতে মধ্যরাতে অন্ধকারে পাকিস্তানের ঘুমন্ত জনগণের ওপর ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসী ও জঙ্গি হামলার প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে তিনি আরও বলেন, ভারতের উসকানিমূলক এসব সন্ত্রাসী কার্যকলাপ গোটা অঞ্চলের শান্তির জন্য হুমকিস্বরূপ। তাদের আগ্রাসী চরিত্রে বাংলাদেশও আজ ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে বাংলাদেশের সেনাবাহিনীকে আত্মরক্ষা মূলক প্রস্তুতি ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।