দশ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মুন্না হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
বুধবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার মণ্ডলগাতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না হাসান যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের লেদু মিয়ার ছেলে।
গ্রেফতার মুন্না হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি ডাকাতি, পাঁচটি চাঁদাবাজি, একটি মাদকসহ মোট দশটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, গত ২৯ এপ্রিল রাত ৯টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত একটি ট্রাক ডাকাতি করে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী ট্রাকটি বেজগাঁও যাত্রীছাউনী এলাকায় পৌঁছালে ডাকাত দলটি সিগন্যাল দিয়ে ট্রাকটি থামায়। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এবং ট্রাকে মাদক থাকার কথা বলে ট্রাকের চালক ও হেলপারকে জোর করে গাড়ি থেকে নামিয়ে হ্যান্ডকাপ পরায়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ট্রাকটি থানায় নেওয়ার কথা বলে ডাকাতরা ট্রাকটি নিয়ে চলে যায় এবং ট্রাকের চালক ও হেলপারকে নেশাজাতীয় জুস খাইয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
এ বিষয়ে শ্রীনগর থানায় মামলা হলে শ্রীনগর থানা পুলিশ যশোর জেলা পুলিশের সাথে যোগাযোগ করে জানায় যে ডাকাত দলের এক সদস্য যশোরে অবস্থান করছে। এরপর যশোর পুলিশের একটি টিম ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মুন্না হাসানকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন