বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছে। এর আগে হঠাৎ করে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় বুধবার রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিতে হয়। বর্তমানে তিনি গুলশানের বাসা ফিরোজাতেই চিকিৎসা নিচ্ছেন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে। ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে দেশনেত্রী খালেদা জিয়াকে।
গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ম্যাডামকে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে রাতেই (২টা ৫২ মিনিটে) তিনি গুলশানের বাসায় ফিরেন। এখন আগের মতোই স্বাভাবিক অবস্থায় আছেন। প্রতিদিনই মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁর শারীরিক অবস্থার পর্যালোচনা করছেন। লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন।