কুমিল্লার হোমনায় মাহমুদা আক্তার (২৯) নামে এক এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দি গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহমুদা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা মধ্যপাড়ার আজিজ মিয়ার মেয়ে। তার স্বামী রবিউল আউয়াল সৌদি প্রবাসী। তাদের এক ছেলে (২) ও মেয়ে (৬) রয়েছে।
মাহমুদা বেসরকারি সংস্থা রামকৃষ্ণপুর শাখায় ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার আড়ালিয়া কান্দির তিনতলা বাড়ির একটি ভাড়া বাসায় থাকতেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মাহমুদা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে স্বামীর সঙ্গে শেষবার কথা বলেন তিনি। ধারণা করা হচ্ছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মূল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম