মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এখন বিদায়ের পথে। সংস্থাটি ঘোষণা করেছে, থেকে উইন্ডোজ ১০-এর জন্য ‘এন্ড অব লাইফ’ পর্যায় শুরু হচ্ছে। এরপর ব্যবহারকারীরা আর কোনো নিরাপত্তা আপডেট বা সিকিউরিটি প্যাঁচ পাবেন না।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানিয়েছে, এর অর্থ এই নয় যে উইন্ডোজ ১০ চালিত কম্পিউটার অকেজো হয়ে যাবে। ডিভাইসগুলো চলবে, তবে সাইবার ঝুঁকি বেড়ে যাবে।
এই পরিস্থিতিতে মাইক্রোসফট ব্যবহারকারীদের তিনটি বিকল্প দিয়েছে-
► উইন্ডোজ ১১-এ আপগ্রেড,
► নতুন কম্পিউটার কেনা,
► এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস (ESU) প্রোগ্রামে যোগদান।
প্রথম দুটি বিকল্প ব্যয়বহুল হওয়ায় অনেকের কাছে ESU প্রোগ্রামই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান। প্রাথমিকভাবে এক বছরের এক্সটেনশন পেতে ৩০ ডলার ফি নির্ধারিত হলেও যুক্তরাষ্ট্রের অনেক ব্যবহারকারী এখন বিনামূল্যে এই সুবিধা পাচ্ছেন। এর মাধ্যমে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নিয়মিত নিরাপত্তা আপডেট পাওয়া যাবে।
ESU প্রোগ্রামে যোগদানের ধাপগুলো :
► আপনার পিসি সর্বশেষ আপডেটে আছে কি না তা যাচাই করুন (Settings>System >About)।
► অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে লগইন করুন।
► Settings>Update & Security থেকে ‘Enroll Now বাটনে ক্লিক করুন।
► আর যদি অপশনটি না দেখেন, তবে সর্বশেষ আপডেট ইনস্টল করুন।
মাইক্রোসফট ESU ব্যবহারকারীদের জন্য দুটি ব্যাকআপ সুবিধা দিচ্ছে-একটি বিনামূল্যে (5GB) এবং অন্যটি ক্লাউড-সংযুক্ত OneDrive ভিত্তিক। যারা এখনো লোকাল অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাদের ক্লাউড অ্যাকাউন্টে লগইন করতে হবে। সব কিছু সম্পন্ন হলে ‘Add this device to receive Extended Security Updates’ উইন্ডোতে ‘Add Device’ নির্বাচন করলেই এনরোলমেন্ট শেষ হবে। সংক্ষেপে, যারা এখনই উইন্ডোজ ১১-এ যেতে চান না, তাদের জন্য ESU প্রোগ্রাম আগামী এক বছরের জন্য নিরাপদ ও কার্যকর বিকল্প, যা আপগ্রেডের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দেবে।
তথ্যসূত্র : এনগ্যাজেট