ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের ওপর আরও হামলার সম্ভাবনা নাকচ করেননি। কাতারে গত সপ্তাহের হামলার পর তিনি বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তারা রক্ষা পাবেন না।
জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রতিটি দেশের নিজের সীমানার বাইরে গিয়েও নিজেদের রক্ষা করার অধিকার আছে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে ইসরায়েলের এই জ্যেষ্ঠ হামাস নেতাদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের এই আচরণের সমালোচনা করেছেন।
হামাস জানিয়েছে, এই হামলায় ছয়জন নিহত হলেও তাদের নেতারা বেঁচে গেছেন।
যুক্তরাষ্ট্রের এই হামলায় কোনো রকম সম্পৃক্ততা ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, আমরা নিজেরাই এই কাজ করেছি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল