স্ত্রীর নামের পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা। বৃহস্পতিবার এই রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত।
আদালত আরও জানিয়েছেন, বর্তমান জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অসাংবিধানিক। কারণ সেগুলো লিঙ্গের ভিত্তিতে অনায্যভাবে বৈষম্য করে। এ বিষয়ে দুই দম্পতি সাংবিধানিক আদালতের দারস্থ হওয়ার পর ওই রায় দেন আদালত। হেনরি ভ্যান ডের মারওয়ে নামের এক ব্যক্তিকে তার স্ত্রী পদবি ব্যবহার করতে দেয়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় দম্পতির ক্ষেত্রে আন্ড্রেয়াস নিকোলাস বর্নম্যানকে তার স্ত্রীর পদবিও ব্যবহার করতে দেওয়া হয়নি।
৪ মার্চ ওই মামলার শুনানি দেওয়া হয় এবং বৃহস্পতিবার আদালত এতে রায় দেন। সাংবিধানিক আদালত তাদের রায়ে জানিয়েছেন, স্বামীর নামের পদবি গ্রহণ করা ঔপনিবেশিক আমলের একটি ধারা। এই রীতি পুরুষতান্ত্রিক নীতিকে আরও শক্তিশালী করে। যেখানে নারীদের তাদের স্বামীর অধীনস্ত হিসেবে দেখা হতো এবং তাদের স্বামীর পরিচয় ধারণ করবে বলে আশা করা হতো। সংসদ ত্রুটিগুলো সংশোধন করতে এবং নতুন আইন পাস করতে ২৪ মাসের সময় নিয়েছে।
এদিকে ওই দুই ব্যক্তিকে অর্থ প্রদান করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ