পোল্যান্ড নতুন কোচ নিয়োগ দেওয়ার পর নিজের পুরনো সিদ্ধান্ত থেকে সরে এসেছেন রবের্ত লেভানদোভস্কি। আবারও জাতীয় দলে ফিরতে চান অভিজ্ঞ এই স্ট্রাইকার। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন পোলিশদের দায়িত্ব নেওয়া কোচ ইয়ান উরবান।
গত জুনে হুট করে পোল্যান্ড দলের নেতৃত্বে বদল আনার সিদ্ধান্ত নেন তখনকার কোচ মিখাও প্রবিয়েশ। লেভানদোভস্কিকে সরিয়ে অধিনায়ক করা হয় অভিজ্ঞ মিডফিল্ডার পিয়ত্র জেলিনস্কিকে। যে প্রক্রিয়ায় সিদ্ধান্তটি নেওয়া হয় তা ভালো লাগেনি লেভানদোভস্কির। নেতৃত্বে বদলে ঘোষণার ৩৯ মিনিট পর সামাজিক মাধ্যমে বার্সেলোনার তারকা ফুটবলার জানান, এই কোচ যতদিন দায়িত্বে আছেন, ততদিন জাতীয় দলে খেলবেন না তিনি।
লেভানদোভস্কির এই ঘোষণার পর পোল্যান্ড ফুটবলে বয়ে যায় ঝড়। নেতৃত্ব বদলের সিদ্ধান্তটি নিয়ে বিতর্কের মধ্যে ওই মাসেই সরে দাঁড়ান প্রবিয়েশ। পরে জুলাইয়ে উরবানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পোল্যান্ড। পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (১৫৮) ও সবচেয়ে বেশি গোলের (৮৫) রেকর্ড লেভানদোভস্কির। দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার তো বটেই, অনেক বছর ধরে পোল্যান্ডের একমাত্র বৈশ্বিক তারকাও তিনি।
চলছে আগামী বিশ্বকাপের বাছাই পর্ব। যেখানে নিজেদের গ্রুপে ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের পরে আছে পোল্যান্ড। গুরুত্বপূর্ণ এই সময়ে লেভানদোভস্কিকে দলের যে প্রয়োজন, তা অনুভব করতে পারছেন নতুন কোচ উরবান। তাই ৩৬ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে কথা বলেছেন তিনি।
উরবান জানান, “আমি ফোনে রবের্ত লেভানদোভস্কির সঙ্গে কথা বলেছি এবং তাকে জিজ্ঞেস করেছি, ফিরতে চায় কিনা। সে বলেছে, ফিরতে চায়। তাই আমরা একধাপ এগিয়ে গেছি।”
দলে ফিরলেও লেভানদোভস্কিকে আবারও নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে কিনা, সেই প্রশ্নের জবাবে উরবান বলেন, বিষয়টি এখনও আলোচনার টেবিলে। তিনি বলেন, “আমি কেবল রবের্তের সঙ্গে কথা বলতে চাই না, সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলতে চাই- পিয়ত্র জেলিনস্কি এবং টিম কাউন্সিলের খেলোয়াড়দের। সিদ্ধান্তটি আমার হবে, তবে আমি খেলোয়াড়দের কথা শুনতে এবং তাদের মতামত জানতে চাই।”
প্রসঙ্গত, বাছাই পর্বের লড়াইয়ে আগামী ৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পোল্যান্ড। এর তিন দিন পর তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ