স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 'ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট' (ইডি)।
সোমবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বড়ঞা কেন্দ্রের তৃণমুল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার আন্দির বাড়িতে এসে ইডি'র এক প্রতিনিধি দল। সকাল ৭ টা নাগাদ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিয়ে বাসার ভিতরে প্রবেশ করে ইডি'র তদন্তকারী কর্মকর্তারা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
যদিও গ্রেফতারের আগে একপ্রস্থ নাটক হয় জীবনকৃষ্ণের বাড়িতে। ইডির কর্মকর্তাদের দেখেই নিজের মোবাইল বাড়ির পাশের পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল তৃণমূল বিধায়ক। কিন্তু পানিতে না পড়ে সেই মোবাইল আটকে যায় পুকুরের পাড়ে। শুধু তাই নয়, ইডির কর্মকর্তাদের হাত থেকে বাঁচতে বাড়ির দেয়াল টপকে নিজেও পুকুরে ঝাঁপ দেন। তার পিছনে ধাওয়া করে ইডি কর্মকর্তা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। শেষে পুকুর থেকে তাকে টেনে তুলে আনা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় মোবাইল ফোনটিও। এরপরই বিধায়ককে তার ঘরের ভিতরে এনে চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু তার কথাবার্তায় একাধিক অসংগতি থাকায় অবশেষে গ্রেফতার করতে করে ইডি। পরে তাকে সড়কপথে নিয়ে আসায় কলকাতার সল্টলেকে অবস্থিত ইডি'র আঞ্চলিক কার্যালয় সিজিও কমপ্লেক্সে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই'এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। দীর্ঘ কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পান। সেই মামলাতেই এবার ইডির হাতে গ্রেফতার হলেন তৃণমূল বিধায়ক।
বিডি প্রতিদিন/নাজমুল