প্যারিসে চলমান ফরাসি ওপেনে দারুণ সূচনা করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। সোমবার রাতে প্রথম রাউন্ডে ফ্রান্সের আর্থার রিন্ডারনেককে স্ট্রেট সেটে ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন তিনি। এর ফলে গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে টানা ১৫টি জয় পূর্ণ করলেন এই ইতালিয়ান তারকা।
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এটি সিনারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। এর আগে গত বছর ইউএস ওপেনও জিতেছিলেন তিনি। যদিও এখনও পর্যন্ত তার সব গ্র্যান্ড স্ল্যাম জয় এসেছে হার্ড কোর্টে। ক্লে কোর্টে খেলা ফরাসি ওপেনে এখনো চ্যাম্পিয়ন হতে পারেননি সিনার। গত বছর এই প্রতিযোগিতার সেমিফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে যেতে হয়েছিল তাঁকে।
রিন্ডারনেকের বিপক্ষে জয় সহজ হলেও, পরবর্তী ম্যাচে সিনার মুখোমুখি হবেন আরেক ফরাসি খেলোয়াড় রিচার্ড গ্যাসকেটের। ৩৮ বছর বয়সী গ্যাসকেট বর্তমানে বিশ্বের ১৬০ নম্বরে থাকলেও, একসময় তিনি সপ্তম স্থানে ছিলেন। যদিও তার সেরা সময় এখন অতীত।
সিনার জানেন, প্যারিসের দর্শকদের সমর্থন প্রতিপক্ষ গ্যাসকেটের দিকেই থাকবে। তবুও ম্যাচ শেষে হেসে বলেন, 'আমি জানি আপনারা ওকে সমর্থন করবেন। ঠিক আছে।'
এই মুহূর্তে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইয়ানিক সিনার। দেখতে হবে এবার ক্লে কোর্টেও তিনি তার দাপট বজায় রাখতে পারেন কি না।
বিডি প্রতিদিন/মুসা