আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। ঝড়ের গতিতে ৩৫ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছেন ক্রিকেটপ্রেমীদের। তার ব্যাটিং নৈপুণ্য যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনই বিজ্ঞাপন জগতেও তার চাহিদা বাড়ছে। তবে এই উত্থানের পেছনে লুকিয়ে থাকা সম্ভাব্য ঝুঁকি নিয়েই এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল।
সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত একটি প্রতিবদেনে গ্রেগ চ্যাপেল বিসিসিআইকে সতর্ক করে বলেন, 'বৈভবের মতো প্রতিভাকে শুধু মার্কেটিংয়ের জন্য ব্যবহার না করে তাকে গড়ে তুলতে হবে। ট্যালেন্ট থাকলেই যথেষ্ট নয়, তার পেছনে সময়, গাইডেন্স ও সাপোর্ট সিস্টেম থাকা জরুরি।'

চ্যাপেল উদাহরণ হিসেবে টেনে আনেন সচিন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলির নাম। তিনি লিখেছেন, 'সচিন শুধু প্রতিভার জোরে সাফল্য পাননি। তার পাশে ছিল শক্তিশালী সাপোর্ট সিস্টেম- পরিবার, কোচ যারা তাকে বাইরের চাপ থেকে আগলে রেখেছিলেন। অন্যদিকে বিনোদ কাম্বলি সমান প্রতিভাধর হয়েও সঠিক পথে থাকতে পারেননি। তার পতন ছিল দ্রুত এবং নির্মম।'
চ্যাপেল আরও বলেন, পৃথ্বী শ'র ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। দুর্দান্ত সূচনার পর শৃঙ্খলাভঙ্গ এবং নিয়ম লঙ্ঘনের কারণে এখন তিনি জাতীয় দলের বাইরে। বর্তমানে নিজেকে ফিরে পাওয়ার জন্য চুপচাপ পরিশ্রম করে যাচ্ছেন পৃথ্বী।
এই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মনে করেন, 'যদি বৈভবের মতো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা শুধুই প্রচারণার পণ্যে পরিণত করি, তাহলে তার ক্যারিয়ারও হুমকির মুখে পড়তে পারে।'
বিডি প্রতিদিন/মুসা