রাজবাড়ীতে লোকসংগীতের কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়ার নামে প্রতিষ্ঠিত 'কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর' এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) রাতে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর বিলপাড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তার একাডেমি ও জাদুঘরের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাউল সম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়া বলেন, 'জীবনের এই শেষ প্রান্তে এসে আমার নামে একাডেমি ও জাদুঘর প্রতিষ্ঠিত হওয়ায় আমি গভীরভাবে আনন্দিত। আমি চাই, আমার মৃত্যুর পরও যেন এই প্রতিষ্ঠান টিকে থাকে। এটি সরকারের অধীনে পরিচালিত হোক এবং রক্ষণাবেক্ষণে বাউন্ডারি ও তিনতলা ভবনের প্রয়োজন আছে।' তিনি আরও আশা প্রকাশ করেন, এখানে প্রতিদিন সংগীতচর্চা ও বাউলদের মিলনমেলা হবে।
জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, 'এই একাডেমি কেবল রাজবাড়ীর নয়, সমগ্র বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। কাঙালিনী সুফিয়া আমাদের গর্ব। তাঁর আঙিনায় এসে নিজেকে ভাগ্যবান মনে করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে একাডেমি ও জাদুঘর নিয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।'
উদ্বোধনী অনুষ্ঠানের পর সারারাতব্যাপী বাউল গানের আয়োজন হয়। এতে দেশের ১৩টি জেলা থেকে আগত শতাধিক বাউল শিল্পী অংশগ্রহণ করেন, যা পরিণত হয় এক মহাসংগীত উৎসবে।
প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে একটি স্থানীয় গানের আসর থেকে সংগীতজগতে পথচলা শুরু করেন কাঙালিনী সুফিয়া। তার রচিত গানের সংখ্যা প্রায় ৫০০। সংগীতে অবদানের জন্য তিনি পেয়েছেন প্রায় ৩০টি জাতীয় এবং ১০টি আন্তর্জাতিক পুরস্কার। ২০২১ সালে তাকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা গুণীজন সম্মাননা প্রদান করে।
বিডি প্রতিদিন/মুসা