ভাঙ্গার মালিগ্রাম বাজারে একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. খবির উদ্দিন মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙ্গা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি আকন ভবনের পঞ্চম তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষরা গ্রামে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মামুন খান জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, পরিবারের সদস্য ও আশেপাশের লোকজনের ধারণা বুধবার রাত ১২টা থেকে ২টার মধ্যে ছাদ থেকে পড়ে তিনি মারা গেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ