আসন্ন মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল টিমের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়সহ আমন্ত্রিত অতিথিরা এ জার্সি উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) নির্বাহী সদস্য জসীম আহমেদ।
এ ছাড়া ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান আহমেদ আশফাকুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম ইশতিয়াক উর রহমান, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখও ছিলেন। সভাপতির বক্তব্যে আহমেদ আশফাকুর রহমান বলেন, সব খেলোয়াড়কে খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলতে হবে। অন্যথায় সফলতা পাওয়া কঠিন হবে। এ ছাড়া সব খেলোয়াড়ের নিয়মিত খেলা অনুশীলন করা জরুরি।
প্রধান অতিথি জসীম আহমেদ বলেন, কোচ এবং সব সদস্যদের খেলোয়াড়দের মান ধরে রাখার জন্যে সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা খেলোয়াড়দের কাছ থেকে একটি সুষ্ঠু ও সুন্দর খেলার আমরা আশাবাদ ব্যাক্ত করি।