বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদের সভাপতিও ছিলেন। বিসিবির ১৭তম সভাপতি বুলবুল। বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতির মতো সহসভাপতি পদেও কোনো ভোট হয়নি। সরাসরি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বুলবুল ঢাকা বিভাগের পরিচালক, ফারুক ক্লাব ক্যাটাগরির রেঞ্জার্স ক্লাবের এবং শাখাওয়াত ভোলা জেলার কাউন্সিলর।
ভোট গ্রহণ মাত্র শেষ হয়েছে। ফলাফল তখনো ঘোষণা হয়নি। সোনারগাঁও হোটেলের বলরুমে সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম গুল্লু, সানোয়ার হোসেন, মোহাম্মদ আলি, হাসানুজ্জামানের সঙ্গে গল্প করছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেখে মনে হচ্ছিল ক্রিকেট জীবনে ফিরে গেছেন। আড্ডা দিচ্ছিলেন বেশ হাসিখুশি মেজাজে। জামালপুরের কাউন্সিলর রেদোয়ান সরে দাঁড়ানোয় নির্বাচিত হয়েছেন আগেই। সেজন্য নির্ভার ছিলেন বুলবুল। তারপরও ভোট হয়েছে। বুলবুল ভোট পেয়েছেন ১৫টি। শুধু বুলবুল নন, নির্ভার ছিলেন ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে দাঁড়ানো ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, সাবেক সভাপতি ফারুক আহমেদ।
গতকাল ঢাকার একটি পাঁচতারা হোটেলে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ক্যাটাগরি-১, ২ ও ৩-এ ভোট দিয়েছেন ১১৫টি। অথচ ভোটার ছিলেন ১৫৬ জন। শতাংশের হারে ভোট পড়েছে ৭৩.৭১ শতাংশ। ক্যাটাগরি- ১-এ ৭১ ভোটার হলেও ভোট দিয়েছেন ৩০ জন। কারণ কুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের ছয় পরিচালক আগেই নির্বাচিত হয়েছেন। ১০ পরিচালকের চারজনকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন ৩০ ভোটার। ঢাকা, রংপুর ও রাজশাহীর মোট ভোটার ছিলেন ৩৫ জন। ঢাকা বিভাগের ১৭ ভোটারের ১৫ জন ভোট দিয়েছেন। বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম সমান ১৫টি করে ভোট পেয়েছেন। রংপুর থেকে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান এবং রাজশাহী থেকে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুখলেসুর রহমান। নির্বাচিত হয়ে বিসিবি আমিনুল বুলবুল বলেন, ‘প্রথমেই বলতে চাই, আমাদের কাছে দেশের ক্রিকেট সবার আগে। যারা নির্বাচন বয়কট করেছেন, আমরা তাদের কাছে যাব। তাদের নিয়ে কাজ করতে চাই। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেটা শতভাগ আন্তরিকতার সঙ্গে করতে চাই।’
তিন ক্যাটাগরিতে ভোট হয়েছে। কিন্তু সবার নজর ছিল ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরির দিকে। শুরুতে ৩০ প্রার্থী ছিলেন। পরে ১৫ জন প্রত্যাহার করে নেন। এ ছাড়া দুদকের অভিযোগ থাকায় ১৫ ক্লাবের ভোটাধিকার স্থগিত করেন কোর্ট। পরবর্তীতে অবশ্য ভোটাধিকার ফেরত পায় ১৫ ক্লাব। এতে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন ইফতেখার রহমান মিঠু। ক্লাব কোটায় সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইশতিয়াক সাদেক, রেঞ্জার্স ক্রিকেট একাডেমির ফারুক আহমেদ ও ঢাকা মেরিনার্স ইয়াংসের শানিয়ান তানিম। ৪১ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন, মেহরাব আলম চৌধুরী ও মোকছেদুল কামাল। ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান ও আবুল বাশার। ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনজুর আলম। ৩৭ ভোট পেয়েছেন এম নাজমুল ইসলাম। ইশতিয়াক প্রথমবার পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে ক্রিকেট উন্নয়নে কাজ করবেন বলেন ইশতিয়াক, ‘বিসিবির পরিচালক হয়ে ভালো লাগছে। আমি দেশের ক্রিকেটের উন্নয়ন করতে চাই।’ শানিয়ান তানিম বলেন, ‘আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।’
তিন ক্যাটাগরিতে ২৩ পরিচালক নির্বাচিত হয়েছেন সরাসরি ভোটে। ক্যাটাগরি-১-এ ১০ পরিচালক, ক্যাটাগরি-২-এ ১২ পরিচালক ও ক্যাটাগরি-৩-এ পরিচালক হয়েছেন একজন। বিসিবির পরিচালক ২৫ জন। বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত। দুজন পরিচালক হচ্ছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।