আমি চাই বা না চাই ড্রতে কিংস যে ভেন্যু পাবে সেখানেই খেলতে হবে। সবকিছু তো আর মনমতো হবে না। তবে থিম্পুর ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়। আর ট্যার্ফে খেলেও আমরা অভ্যস্ত নই। ভেন্যু যেখানে হোক লক্ষ্য আমাদের একটায়-ভালো করা। - তপু বর্মণ, অধিনায়ক বসুন্ধরা কিংস
প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগে ফুটবলে গ্রুপ পর্বে উঠেছে। কাতারের দোহায় সিরিয়ার শক্তিশালী ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে তারা। প্রিলিমিনারি রাউন্ডে ঢাকা আবাহনীও খেলেছিল। ঢাকায় সেই ম্যাচে কিরগিজস্থানের মুরাস ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয়। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে শুধু বসুন্ধরা কিংসই। আজই ড্রর মাধ্যমে ঠিক হয়ে যাবে কিংস কোন গ্রুপে খেলবে বা কারা প্রতিপক্ষ হবে। ১২ দলের তিনটি গ্রুপের খেলা হবে তিন ভিন্ন ভেন্যুতে। বসুন্ধরা কিংস নিজেদের ভেন্যু কিংস অ্যারিনাতে স্বাগতিক হতে চেয়েছিল। এএফসি তাতে সম্মতি না দিয়ে অনুমোদন দিয়েছে অন্য তিন ভেন্যুকে। এর মধ্যে ভুটানের চাংলিমিঠাঙ স্টেডিয়াম, কুয়েত এসসি আর কিরগিজস্থান রয়েছে।
কিংস ও মুরাস একই পটে থাকায় দুই দলের এক গ্রুপে থাকার সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে কিরগিজস্থানে খেলতে হবে না তপু বর্মণদের। খেলতে হবে কুয়েত কিংবা থিম্পুতে। ঘরের কাছে হলেও কিংস থিম্পুকে এড়াতে চাচ্ছে। গত বছর চাংলিমিঠাঙ স্টেডিয়ামে কিংসের ভরাডুবি হয়েছিল। গ্রুপের তিন ম্যাচই ইস্টবেঙ্গল, লেবাননের নেজমাহ ও ভুটানের পারো এফসির কাছেও হেরে যায়। অথচ গ্রুপ চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই থিম্পুতে নেমেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
ডিফেন্ডার তপু বর্মণের নেতৃত্বেই বসুন্ধরা কিংস মাঠে নামবে। থিম্পুতে জাতীয় দল বা ক্লাব মিলিয়ে তপুর খেলার অভিজ্ঞতা কম নয়। তারপরও তিনি চান না গ্রুপ পর্বের ভেন্যু থিম্পু হোক। তিনি বলেন, ‘আমি চাই বা না চাই ড্রতে কিংস যে ভেন্যু পাবে সেখানেই খেলতে হবে। সবকিছু তো আর মনমতো হবে না। তবে থিম্পুর ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়। আর ট্যার্ফে খেলেও আমরা অভ্যস্ত নই। ভেন্যু যেখানে হোক লক্ষ্য আমাদের একটায়-ভালো করা।’ এখন প্রতিপক্ষ হিসেবে কিংস কাকে পেতে পারে? ড্রয়ে ১ নম্বর পট থেকে ওমানের আনসির, তাজিকিস্তানের রেজার তাদার্জ এবং তুর্কমেনিস্তানের আলতিন আসিরের মধ্যে একটি। ২ নম্বর পট থেকে ওমানের আল-সাবাব, লেবাননের আল আনসার ও সাফা এফসির একটিকে এবং ৩ নম্বর পট থেকে কুয়েত এসসি, কিরগিজস্তানের আবদিস আতা অথবা ভুটানের পারোকে প্রতিপক্ষ হিসেবে পাবে কিংস।
পেশাদার লিগের অভিষেকের পর থেকেই কিংস এএফসি কাপ ও চ্যালেঞ্জ লিগে খেলছে। হতাশা দিয়েই আসর শেষ করতে হয়েছে তাদের। তারপরও এবারের প্রত্যাশা অন্যরকম। প্রিলিমিনারি রাউন্ডে দুর্দান্ত খেলে সিরিয়ার আল কারামাহকে হারিয়েছে। যাদের আবার এএফসি কাপে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। দোহায় কিংস যে পারফরম্যান্স প্রদর্শন করেছিল তাতে ব্যবধান আরও বড় হতে পারত। দেশি-বিদেশি মিলিয়ে স্মরণকালের সেরা দল গড়েছে কিংস ম্যানেজমেন্ট। কিউবা মিচেলও যোগ দিয়েছেন। গ্রুপ পর্বে প্রশিক্ষক থাকবেন আর্জেন্টিনার আলোচিত কোচ মারিও গোমেজ। সব মিলিয়ে কিংস ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশাটা বেড়ে গেছে।