গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাল চুরির সময় হাতেনাতে মাহফুজ আলী (৩৮) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক মাহফুজ আলী ওই এলাকার সামছুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাহফুজ একজন মাদকসেবী ও পেশাদার চোর। গত দুই মাস ধরে সে স্থানীয় চাল ব্যবসায়ী আজিজুল হকের গোডাউন থেকে নিয়মিত চাল চুরি করে আসছিলেন। প্রতি দুই-এক দিন পরপর রাতের আঁধারে দুই বস্তা করে চাল চুরি করে বাড়িতে নিয়ে যেতেন এবং পরে বাজারে খোলা চাল হিসেবে বিক্রি করতেন। সেই অর্থ দিয়েই নেশা করতেন।
দীর্ঘদিন ধরে চালের বস্তা কমে যাওয়ায় ব্যবসায়ী আজিজুল হক প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। তিনি ও তার দুই ছেলে একে অপরকে সন্দেহ করতে থাকেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে স্থানীয়দের সহায়তায় গোডাউনের ছাদে দুই বস্তা চালসহ মাহফুজকে হাতেনাতে ধরেন আজিজুল। পরদিন সকালে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
ব্যবসায়ী আজিজুল হক বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। ভবনে নির্মাণকাজ চলায় ছাদের সিঁড়িতে দরজা ছিল না। সেই সুযোগে চোর নিয়মিত চাল নিয়ে যাচ্ছিল। গত দুই মাসে প্রায় ৬০ থেকে ৭০ বস্তা চাল চুরি হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাহফুজ আলী নামে এক চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/সুজন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        