ভারতের তেলঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় শপথ নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার (৩০ অক্টোবর) রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা তাকে শপথ পাঠান করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।
বিধানসভা অনুযায়ী, তেলঙ্গানায় সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকা সম্ভব। আজহারউদ্দিনের নিয়োগের ফলে ক্যাবিনেটের সংখ্যা দাঁড়াল ১৬।
আজহারউদ্দিনের নিয়োগের মাধ্যমে তেলঙ্গানা মন্ত্রিসভায় অল্পসংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়লেন তিনি। তেলঙ্গানা কংগ্রেসের অনুরোধে এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পরই তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে আগামী ১১ নভেম্বর জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে উপ-নির্বান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে কংগ্রেস নেতা আজহারউদ্দিন জুবলি হিলস উপনির্বাচনে অংশগ্রহণ করবেন। যেখানে প্রায় এক লাখ মুসলিম ভোটার তাদের ভোট দেবেন। গত জুনে বিআরএস বিধায়ক মগান্তি গোপিনাথের মৃত্যুর কারণে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে এই জুবিলি হিলস থেকেই কংগ্রেস প্রার্থী হয়েছিলেন আজহারউদ্দিন ৷কিন্তু তিনি পরাজিত হন ৷
১৯৬৩ সালের ৪ ফেব্রুয়ারি হায়দরাবাদে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন ৷ এই শহরেই তাঁর বড় হয়ে ওঠা ৷এরপর তিনি ১৯৯২, ১৯৯৬ এবং ১৯৯৯ সালে বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷
ক্রিকেট থেকে অবসর নিয়ে পরে কংগ্রেসে যোগ দেন আজারহারউদ্দিন। এরপর ২০০৯ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হন তিনি। পরবর্তীতে ২০১৪ সালে সালে রাজস্থানের টন-সোয়াই মাধোপুর লোকসভা থেকে তাকে ফের প্রার্থী করে কংগ্রেস ৷ কিন্তু তিনি পরাজিত হন ৷
২০১৮ সালে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি নির্বাচিত হন আজহার ৷ ওই বছরেই রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের হয়ে প্রচার করেন ৷ কিন্তু তিনি নিজে প্রার্থী হননি ৷
বিডি প্রতিদিন/কামাল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        