টি-২০ এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল আবুধাবি যাবে। মরুরাজ্যে টি-২০ এশিয়া কাপ খেলেই ঢাকায় ফিরবে না দলটি। মহাদেশীয় আসর শেষে সেখানে আফগানিস্তানের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবেন টাইগাররা। দেশে ফেরার পর খুব বেশি সময় বিশ্রাম পাবে না লিটন বাহিনী। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। গত ডিসেম্বরে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছিলেন টাইগাররা। হোয়াইটওয়াশ হয়েছিল ওয়ানডে সিরিজে। প্রতিশোধ নিয়েছিল টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে। তবে টেস্ট সিরিজটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।
ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ঢাকায় আসবে ১৫ অক্টোবর। খেলাগুলো হবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকার মিরপুরে। প্রথম দুটি ওয়ানডে সিলেটে, একটি করে ওয়ানডে ও টি-২০ চট্টগ্রামে এবং দুটি টি-২০ মিরপুরে অনুষ্ঠিত হবে।
লিটনের নেতৃত্বে টানা তিনটি টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে, এরপর ঘরের মাটিতে পাকিস্তানকে হারায়। দুটি সিরিজই লিটন বাহিনী জিতেছে টানা ৬ ম্যাচ হারের ধাক্কা সামলে। সিরিজ দুটি লিটন বাহিনী জিতেছে ২-১ ব্যবধানে। আবুধাবি যাওয়ার আগে নেদারল্যান্ডসকে হারায় ২-০ ব্যবধানে। শেষ টি-২০ ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে।