২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ম্যাচ দিয়ে শুরু হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা। ১৭ মার্চ, বিশ্বকাপের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড মুখোমুখি হয় এ স্টেডিয়ামে। ম্যাচে আইরিশরা ৩ উইকেটের জয় পায়। এ ছাড়া ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে টেস্ট এবং পরের মাসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে ওয়ানডে শুরু হয় এ স্টেডিয়ামে।