ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যদিয়ে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। সে লক্ষ্যে অনতিবিলম্বে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।’
বৃহস্পতিবার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ীর ৬৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মীসভায় তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এই ৩১ দফার ভিত্তিতে নির্মিত হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। তাই ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদীদের পতন হলেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। মনে রাখতে হবে- নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না।’
নবীউল্লাহ নবী বলেন, ‘মানুষের স্বপ্ন আর আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতেই জুলাই বিপ্লব সংঘটিত হয়। তাই বিএনপি এখন দেশে জনগণের শাসন চায়। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিডি-প্রতিদিন/শআ