সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে যশোরে অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে যশোর শামস্-উল-হুদা একাডেমিতে এই ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
সাধারণত বয়সভিত্তিক দলগুলোর ক্যাম্প ঢাকাতেই হয়ে থাকে। তবে এবারই প্রথমবারের মতো বাফুফে ঢাকার ২৬২ কিলোমিটার দূরে যশোরে এই ক্যাম্পের আয়োজন করেছে।
দেশসেরা কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে দুই সপ্তাহের এই ক্যাম্পে থাকছেন ৩৫ ফুটবলার। দলে জায়গা করে নিতে বাফুফেতে ট্রায়াল দিতে আসা তিন প্রবাসী ফুটবলারেরাও যোগ দিয়েছেন ক্যাম্পে। প্রথম দিন শারীরিক অনুশীলনের সঙ্গে খেলেছেন একটি প্রস্তুতি ম্যাচও।
সংশ্লিষ্টরা জানান, উন্নত সুযোগ-সুবিধা ও নিরিবিলি পরিবেশের কারণেই অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনের জন্য যশোরের শামস্-উল-হুদা একাডেমিকে বেছে নিয়েছে বাফুফে। এই ক্যাম্প সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নাজমুল হুদা ফয়সাল বলেন, শামস্-উল-হুদা ফুটবল একাডেমি সম্পর্কে এর আগে অনেক কথা শুনেছি। আসলেই এখানকার মাঠটি অনেক সুন্দর। ক্যাম্পের জন্য এ স্থানটি বেছে নেওয়ায় তিনি বাফুফেকে ধন্যবাদ জানান। আরেক খেলোয়াড় আব্দুল কাদির বলেন, এই একাডেমির পরিবেশ খুবই সুন্দর। আশা করছি ভালোভাবে প্রশিক্ষণ শেষ করতে পারবো এবং দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো।
কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, এ ধরনের ক্যাম্প সবসময় ঢাকায় হয়। সেখানে মাঠ নিয়ে সংকট থাকে, মাঠে যাওয়া-আসা নিয়ে সমস্যা হয়। কিন্তু যশোরের এই একাডেমিতে পর্যাপ্ত মাঠ রয়েছে। এখানে নিরিবিলি পরিবেশে ট্রেনিংয়ে ফোকাসটা রাখতে পারবো। এ ধরনের ক্যাম্প আগামী সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভালো ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। এ সময় সেখানে শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল, নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকুজ্জামান, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন।
শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল জানান, বুধবার রাতে ৩৮ সদস্যের অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল এই একাডেমিতে পৌঁছায়। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষার্থীরা। তিনি জানান, ৩৮ সদস্যের দলে ৩১ জন খেলোয়াড়, ৫ জন অফিসিয়াল ও দুইজন বল বয় রয়েছে। আরও চার খেলোয়াড় যোগ দেবেন শুক্রবার। খেলোয়াড়দের অনুশীলনের জন্য তিনটি মাঠ প্রস্তুত আছে।
বিডিপ্রতিদিন/কবিরুল