বরগুনার তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের জাকির তবক গ্রামে স্বামীর সাথে মনোমালিন্য করে ঈদের আগে বাবার বাড়ি গিয়ে স্ত্রী স্বামীর বাড়িতে ফিরে না আসায় জহিরুল ইসলাম (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার এ ঘটনা ঘটে। জহিরুলের বাবা জাকিরতবক গ্রামের মজিবুর রহমান পেশায় একজন কৃষক।
৮ মাস পূর্বে একই উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনপুর গ্রামের সবুজ মৃধার মেয়ে লামিয়া আক্তারের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই ২ জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। ঈদের আগে লামিয়া তার বাবার বাড়ি যায়, ঈদের পর লামিযাকে বাড়ি আসতে বলার পরও সে বাড়ি ফিরে আসেনি। বুধবার এ নিয়ে মোবাইলে শ্বশুর বাড়ির লোকজনের সাথে তর্কবিতর্ক হয়। বুধবার রাতে জহিরুল আত্মহত্যা করে। তাকে প্রথমে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সে বুধবার রাতে মারা যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে জহিরুল আত্মহত্যা করেছে।
বিডি প্রতিদিন/এএ