দেশের চারটি বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাপক বজ্রপাতের আশঙ্কা করা হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে বজ্রপাতের এই ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
আজ সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে পলাশ জানান, রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় ইতোমধ্যে বজ্রপাত শুরু হয়েছে। এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার আকাশে হালকা বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে।
তিনি জানান, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই বজ্র-বৃষ্টিপাত দক্ষিণ দিকে অগ্রসর হয়ে রাজশাহী ও ঢাকা বিভাগের দিকেও বিস্তার লাভ করতে পারে। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় প্রাণঘাতী বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গবেষক পলাশ আরও জানান, খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি অনেক বেশি থাকে। বিশেষ করে কৃষকদের জন্য এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। তিনি উল্লেখ করেন, গত তিন দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতের কারণে একাধিক কৃষকের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন, আজ দুপুর ১২টা পর্যন্ত মাঠে কোনো ধরনের কাজ থেকে বিরত থাকতে, বিশেষ করে উন্মুক্ত জায়গায় অবস্থান না করতে।
বিডি প্রতিদিন/মুসা