যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়- বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল MH-60 Black Hawk। এটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিল। হেলিকপ্টারটিতে থাকা চারজন সেনা সবাই স্পেশাল অপারেশনস ইউনিটের সদস্য ছিলেন। দুর্ঘটনায় তারা কেউ বেঁচে নেই।
মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের বরাত দিয়ে জানা যায়- নিহত সেনারা ছিলেন 160th Special Operations Aviation Regiment (Night Stalkers) এর সদস্য। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও হেলিকপ্টারে আগুন ধরে যাওয়ায় কাজ বিলম্বিত হয়।
অপর এক বিবৃতিতে মার্কিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহতদের পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের পরিচয় পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো না পর্যন্ত প্রকাশ করা হবে না।
এক মার্কিন সেনা মুখপাত্র বলেন, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।
তথ্য সূত্র- রয়টার্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ