মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার ও কলমিলতা বাজারের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আবদুর রহিম গতকাল তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে বলেন, ক্ষতিপূরণ ১৯৮২ সালের বাতিল আইনে নয়, ২০১৭ সালের ভূমি হুকুম দখল আইনে প্রদান করতে হবে। তিনি বলেন, ভাসানটেক প্রকল্প বিষয়ে সরকারের গঠিত কমিটি কেন ৯ মাসেও প্রতিবেদন দাখিল করেননি? কেন প্রকল্পে লুটপাট চলমান? কেন দুদকের তদন্ত বন্ধ? শহীদ পরিবারের ক্ষতিপূরণ কেন আজও ঝুলে আছে? কেন ৯ আগস্ট থেকে ধারাবাহিক অবস্থান কর্মসূচি ও আন্দোলন চলাকালীনও সরকার বিষয়গুলোর সমাধান করছেন না? তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় প্রেস ক্লাবে আবারও গোলটেবিল বৈঠক কর্মসূচি পালন করা হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন। এ ছাড়া ২০ অক্টোবর আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করব।