সংবিধানের পরিপূর্ণ সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, জাতীয় জননিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যম নীতি বাস্তবায়নসহ ২১ দফা বাস্তবায়তনের দাবি জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম। গতকাল রাজধানীর বিজয় সরণিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। আবদুর রহিম বলেন, ’২৪-এর চেতনা বাস্তবায়ন করার জন্য সংস্কার করা, সংস্কার শেষে সরকারকে মাঠপর্যায়ে তা বাস্তবায়নের জন্য এক বছর সময় দিতে হবে।
নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে। এ ছাড়া গ্রামভিত্তিক উন্নয়ন, চাহিদানির্ভর কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করা, চাকরির নিয়োগে কোটাপদ্ধতি বিলুপ্ত, চাকরির বয়সসীমা ৩৫ বছরে নির্ধারণ করা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, সবার জন্য ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দেশে-বিদেশে অধিকতর কর্মসংস্থান করা, নারী ও পুরুষের বৈষম্য কমানো, শিল্পবিপ্লবের পরিবেশ তৈরি করা, ঘুষ ও দুর্নীতি চিরতরে নির্মূল করতে হবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।