ভারত-পাকিস্তার যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভালকারী ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) সঙ্গে গতকাল জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) এ বৈঠক ডাকেন। সূত্র : রয়টার্স, এএফপি।
জানা গেছে, এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রীরাও এতে অংশ নেন। বৈঠকে জয়েন্ট চিফ অব স্টাফ, তিন বাহিনী প্রধান, স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-এর ডিরেক্টররাও ছিলেন। এ বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকরা বলছেন, সংস্থাটি পারমাণবিক অস্ত্রসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে। এমন বৈঠক সংঘাত আরও গভীরতর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে গতকালের এ বৈঠকের ব্যাপারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতে সামরিক অভিযানের পর পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শীর্ষ সামরিক ও বেসামরিক কমিটির বৈঠক হয়নি। এই বৈঠকের সময়সূচিও নির্ধারিত ছিল না। এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।