অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসার পরপরই রাজধানীতে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত ছাত্র-জনতা। শনিবার রাত ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই উল্লাস শুরু হয়।
জানা গেছে, ঘোষণাটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্র-জনতা 'নিষিদ্ধ, নিষিদ্ধ' বলে স্লোগান দিতে থাকেন এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এসময় অনেককে একে অপরকে ‘ঈদ মোবারক’ বলতেও শোনা যায়।
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন,'আমরা দীর্ঘসময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের বক্তব্য আসার আগ পর্যন্ত রাজপথে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা হাসনাত আবদুল্লাহসহ আলোচনা করে আনুষ্ঠানিক মতামত দেব। এর আগে কেউ রাজপথ ছাড়বেন না।'
জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ বলেন, 'আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মুলা ঝুলিয়ে আমাদের থামানো যাবে না। আমাদের অবস্থান পরিষ্কার—সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে, এরপর বিচারিক প্রক্রিয়ায় এবং সর্বশেষ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে। কার্যক্রম বন্ধ মানেই নিষিদ্ধ নয়।'
এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, 'সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আনুষ্ঠানিক মত জানাব। সে পর্যন্ত কেউ অবস্থান ত্যাগ করবেন না।'
বিডি প্রতিদিন/আশিক/মুসা