পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা ৭৮ জন মানুষকে খাবার, পানি ও ওষুধ সরবরাহ করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এ সহায়তা দেওয়া হয়। এর আগে বিএসএফ কর্তৃক সুন্দরবনের ওই চরে ৭৮ জনকে পুশইন করার খবর পেয়ে কোস্টগার্ডের একটি টহলদল সেখানে পৌঁছায়। পরে তাদের মধ্যে কারা বাংলাদেশি এবং কারা ভারতীয় নাগরিক, তা শনাক্তে কাজ শুরু করে বাহিনীটি।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মেহেদী হাসান বলেন, “মান্দারবাড়ীয়ার চরে শুক্রবার সন্ধ্যায় পুশইনের খবর পেয়ে ঘটনাস্থলে একটি জাহাজ ও একটি হাইস্পিড বোট পাঠানো হয়। তবে ক্যানেলে পানি কম থাকায় জাহাজটি সরাসরি পৌঁছাতে না পারলেও ঘুরপথে সেটি ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে হাইস্পিড বোটে করে ঘটনাস্থলে পৌঁছান কোস্টগার্ড সদস্যরা।”
তিনি আরও জানান, “কোস্টগার্ডের পক্ষ থেকে পুশইন হওয়া লোকজনের জন্য ১০০ কেজি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ সরবরাহ করা হয়েছে। দুপুরে তাদের খাবার দেওয়া হয়, রাতে খাবারেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, যাতে পুনরায় পুশইনের ঘটনা না ঘটে, সে জন্য কোস্টগার্ড কঠোর নজরদারিতে রয়েছে।”
কোস্টগার্ড বলছে, পুশইন হওয়া ৭৮ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে। চূড়ান্তভাবে শনাক্ত করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আশিক