দক্ষিণ আফ্রিকায় চোরা শিকারিদের বিষ প্রয়োগে মৃত হাতির বিষাক্ত মাংস খাওয়ার কারণে ১২০টিরও বেশি বিপন্ন শকুন মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার দেশটির বন্যপ্রাণী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন, এটি এ ধরনের সবচেয়ে বড় একক ঘটনাগুলোর অন্যতম। জোহানেসবার্গ থেকে এএফপি জানায়, পার্ক ও বিপন্ন বন্যপ্রাণী ট্রাস্ট (ইডব্লিউটি) এক বিবৃতিতে বলেছে, এই সপ্তাহের শুরুতে ক্রুগার ন্যাশনাল পার্কে বিষক্রিয়ার শিকার আরও ৮৪টি শকুন চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য নেওয়া হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, ট্র্যাজেডির মাত্রা বিস্ময়কর। ঘটনাস্থলে ১২৩টি শকুন মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত শিকারি পাখির মধ্যে রয়েছে-সাদা পিঠের শকুন, কেপ শকুন ও ভাঁজ-মুখো শকুন-যেগুলো সবই বিপন্ন বা বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। -এএফপি