দেশজুড়ে প্রতিভাবান সাঁতারু খোঁজার লক্ষ্যে শুরু হয়েছে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ–২০২৫”। শনিবার রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও তিনি রয়েছেন।
উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং এখানে অসংখ্য জলাশয় রয়েছে। যে কারণে সাঁতার আমাদের জাতীয় জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এই বাস্তবতা থেকেই আমাদের সাঁতার প্রতিযোগিতায় ভালো করার অপার সম্ভাবনা রয়েছে।
ট্যালেন্ট হান্টই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নতুন নতুন ক্রীড়াবিদ ও সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে পাই। তাঁদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তুললে তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।”
তিনি আরও বলেন, “খেলোয়াড়দের উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দিতে সচেষ্ট রয়েছে।”
ক্রীড়া উপদেষ্টা জানান, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফেডারেশনগুলোকে প্রকৃত ক্রীড়াবিদদের নেতৃত্বে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে বিভিন্ন ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হচ্ছে। অতীতে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক ক্ষতি হয়েছে। এই সরকার ক্রীড়াক্ষেত্রে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
তিনি বলেন, “আমি যতদিন দায়িত্বে থাকি, ক্রীড়াক্ষেত্রে রাজনীতিকরণের কোনো সুযোগ দেওয়া হবে না। জবাবদিহিতার ভিত্তিতে ক্রীড়ার উন্নয়ন বাস্তবায়ন করব। আগামী অর্থবছর থেকে ক্রীড়া ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিডি প্রতিদিন/আশিক