চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খান।
নগরীর পলোগ্রাউন্ড মাঠে শনিবার বিকাল ৩টা থেকে শুরু হয় এ আয়োজন। সমাবেশে জনতার ভালোবাসা ও সমর্থন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তামিম। বিকাল ৫টা নাগাদ তামিম পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। তখন মাইকে ঘোষণা হতে থাকে সমাবেশে তামিমের উপস্থিতির খবর। নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে স্বাগত জানান তাকে।
সমাবেশে তামিম বলেন, ‘আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান। তাই আমি স্পোর্টস নিয়ে কিছু কথা বলবো। এক সময়, মানে চট্টগ্রাম থেকে ৫-৬ জন করে ন্যাশনাল টিমে প্রডিউস করতো। কিন্তু লাস্ট ১০-১৫ বছর সে রকম প্লেয়ার উঠে আসেনি। আর অনেকেই চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে প্রতিনিধিত্ব করতো। আশা করছি, আমরা আবারও ওই জায়গাটা ফেরত পাবো।’
তিনি বলেন, আমি চাইবো, আগামীতে যেন উঠে আসে। এজন্য কার জন্য কী প্রতিবন্ধকতা হয়েছে, তা নয়। আমরা কেন ন্যাশনাল টিমে যেতে পারিনি, তা দেখতে হবে। আর কী করলে আমরা স্পোর্টসে আরো অংশগ্রহণ করতে পারবো, অবদান রাখতে পারবো, তা নিয়ে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত