জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব পদে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে মাওলানা আবদুর রব ইউসুফী, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা লোকমান মাজহারী দায়িত্ব পেয়েছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দলের কাউন্সিলে নতুন এ কমিটি ঘোষণা করেন নবনির্বাচিত সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।
এ সময় সাত দফা প্রস্তাবনাও পেশ করা হয়। এগুলো হচ্ছে- শাপলা চত্বর ও জুলাই বিপ্লবের গণহত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের দ্রুত বিচার, জমিয়ত ও হেফাজতের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনরায় বহাল, নারী সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাবনা বাতিল এবং ফিলিস্তিনে মুসলিম নিধন বন্ধ করা।