ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে নারীর বস্তাবন্দি পা-মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে পড়ে থাকা একটি বস্তা থেকে লাশের খণ্ডাংশ উদ্ধার করা হয়। লাশের মাথা ও শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ওই নারীকে। গার্মেন্টপল্লির পোশাক ব্যবসায়ী আতিক ইসলাম বলেন, মাকসুদা গার্ডেন সিটির সামনে সড়কের পাশে সাদা রঙের প্লাস্টিকের একটি বস্তা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাদের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই বস্তা খুলে মাঝবয়সি এক নারীর মাথা ও পাবিহীন লাশ দেখতে পায়। বস্তার মধ্যে ঝুট কাপড় দিয়ে লাশটি রাখা হয়েছিল। তিনি আরও বলেন, আমাদের গার্মেন্টপল্লিতে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। যারা এমন নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক মাকসুদা গার্ডেন সিটির এক কর্মচারী বলেন, আজ ছুটির দিন থাকায় গার্মেন্টপল্লি জনশূন্য ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা লাশটি এখানে ফেলে রেখে গেছে। কেউ যেন লাশের বিষয়টি বুঝতে না পারে সেজন্য বস্তার ভেতরে ঝুট কাপড়ও রাখা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বস্তার ভেতর হাত, পা ও মাথাবিহীন নারীর খণ্ডিত দেহাংশ রয়েছে।
শুধু দেহের অংশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথা ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে। লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। তিনি আরও জানান, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।