ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের লৌহজংয়ে ফলের কার্টনে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সবুজ মোল্লা (৩০)। তিনি সাভারের যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। শুক্রবার সকালে কেরানীগঞ্জের মালঞ্চ এলাকা ও মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি স্কুলের পাশে থেকে কয়েকটি বাক্স থেকে মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। নিহতের মামা মহসিন মিয়া বলেন, সবুজ বনানীতে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল। বিকালে সাভার থানায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়। শুক্রবার ছবি দেখে আমারা সবুজের লাশ শনাক্ত করি।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন বলেন, নিহতের লাশের টুকরা কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।