পাকিস্তানে নিযুক্ত এক ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। তার বিরুদ্ধে ‘কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনেছে পাকিস্তান।
এ পদক্ষেপটি এসেছে নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রতিক্রিয়ায়, যা দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তাকে বৃহস্পতিবার (২২ মে) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এই সিদ্ধান্ত জানানো হয়।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে জানানো হয়েছে যে, কোনো কূটনীতিক যেন তাদের মর্যাদা ও কূটনৈতিক সুবিধার অপব্যবহার না করেন—এ বিষয়ে পাকিস্তান কঠোর অবস্থানে রয়েছে।
পাল্টা বহিষ্কার
এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি হাইকমিশনের একজন কর্মকর্তার কার্যক্রম ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের পরিপন্থী ছিল। ফলে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বহিষ্কার করা হয়।
সরকারিভাবে তার পরিচয় প্রকাশ না করা হলেও, ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, তিনি পাকিস্তান হাইকমিশনের গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন।
উত্তেজনা ক্রমশ বাড়ছে
মাত্র আট দিন আগেও একই ধরনের অভিযোগে নয়াদিল্লি থেকে এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। এখন পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করায় বোঝা যাচ্ছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি আরও তীব্র হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক