বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে বাদ জোহর মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডস্থ বাইতুল ফালাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জামি’আ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদরাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর রামগঞ্জের পানপাড়া ফাতেমা (রা.) মহিলা দাখিল মাদরাসা ও মরহুমের জন্মস্থান রসুলপুরের গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মরহুম মকবুল আহমেদ চৌধুরী ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা। তিনি ছিলেন একজন সৎ, সজ্জন, ধার্মিক, দানশীল ও পরোপকারী ব্যক্তি।
গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুই দফা জানাজা শেষে গত মঙ্গলবার বাদ এশা মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত/ইই