বরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতিকর্মী সুব্রত রায় টিটু।
তিনি জানান, অধ্যাপক যতীন সরকারের একমাত্র মেয়ে সুদীপ্তা সরকারের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকায় অবস্থান করে বাড়ি ফেরার কিছুদিন পর গত সপ্তাহে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যাপক যতীন সরকার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ষাটের দশক থেকেই তিনি ময়মনসিংহ শহরের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
২০১০ সালে সরকার তাকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করে। এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, হিমু পাঠক আড্ডা পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ