গত ২৯ এপ্রিল থেকে এ পর্যন্ত ১৮২টি ফ্লাইটে মোট ৭০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ বুধবার একথা জানিয়েছেন কর্মকর্তারা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এম আবুবকর সিদ্দিক বলেন, এ বছর ৮৭ হাজার ১০০ বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন বাংলাদেশি সরকারি ব্যবস্থাপনায় ও ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
হজযাত্রীদের বহনকারী শেষ ফ্লাইটটি ৩১ মে সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে। মন্ত্রণালয় নিয়মিত হজ বুলেটিন জারি করছে উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সর্বশেষ একটি বুলেটিনে গত কয়েক দিনে বার্ধক্যজনিত কারণে ১২ জন হজযাত্রীর মৃত্যুর খবর জানানো হয়েছে। -বাসস
বিডি-প্রতিদিন/শআ