দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় সৌদি যুবরাজকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক লাইভ প্রতিবেদনে জানান, রিপোর্ট লেখা পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বৈঠকে কী আলোচনা করছেন সে সম্পর্কে আমরা খুব কমই শুনেছি। তারা একটি দীর্ঘ হলের শেষ প্রান্তে বসেছেন এবং আলোচনা করছেন। ট্রাম্পের সফর সঙ্গী সাংবাদিকরা তাদের থেকে অনেকটা দূরে অবস্থান করছেন। তবে আলোচনার সময় ট্রাম্প সৌদি যুবরাজকে বন্ধু বলে সম্বোধন করেন। সাংবাদিকরা তার এ কথা শুনতে পেয়েছেন।
ট্রাম্প আরও বলেন যে, তিনি বিশ্বাস করেন- তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠবে।
ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা একে অপরকে অনেক পছন্দ করি।”
হোয়াইট হাউসের সাংবাদিকরা আরও বলেন, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ২০১৭ সালে তার প্রথম মেয়াদে সৌদি আরব সফরের কথাও স্মরণ করেন এবং সৌদি যুবরাজকে বলেন যে, উপসাগরীয় দেশটির বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ