সুনামগঞ্জে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার ইসলামিক সেন্টার হলে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করার মত পোষণ করেন। বক্তারা বলেন, কোনো ফ্যাসিস্ট শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারী ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমনদ্দোজা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্র মজলিসের সেক্রেটারী মোহাম্মদ ফয়জুল্লাহ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম চৌধুরী এবং ছাত্র জমিয়তের জেলা সেক্রেটারী আহমদ মারজান।
বিডি প্রতিদিন/আশিক